স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করতে ভাইদের জন্য কিছু টিপস

স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করতে ভাইদের জন্য কিছু টিপস।

০১ঃ স্ত্রীর কথা শুনুন।
 তাড়াহুড়া করবেন না কিংবা বিজি ভাব দেখাবেন না। এতে স্ত্রীর মনে ভালবাসার জায়গায় আসতে আসতে অভিমান জমতে থাকবে যা মোটেও ভাল হবে না সম্পর্কের জন্য।
স্ত্রী কি বলছে তা মন দইয়ে শুনুন। প্রতিদিন রাতে কিছু সময় হলেও স্ত্রী কে দিন। শুধু শারিরিক চাহিদার জন্য না, মনের চাহিদার জন্যও।
০২ঃ দোষ ত্রুটি শুধরে দিন কিংবা এড়িয়ে চলুন ঃ
আমাদের সকলের দোষ ত্রুটি আছে। স্ত্রীর দোষ গুলো কে হালকা ভাবে দেখুন। তার ভাল গুন নিয়ে ভাবুন। শয়তান চাই আমাদের সম্পর্কের মাঝে ঝামেলা সৃষ্টি করতে যাতে আমরা কল্যাণ থেকে বঞ্চিত হয়।
তাই শয়তান আমাদের মনে রাগের সময় কিংবা অন্য সময়ে আমাদের মাঝে স্ত্রীর উপর বাড়তি রাগ তৈরি করে। তখন আমরা স্ত্রী দের সারা বছর এর দোষ সব একসাথে নিয়ে জমা করি। এমন হলে মনে হবে তার মাঝে সবই দোষ, সংসার ই হবে না। ভুলেও এমন করবেন না। রাগের সময়, ভুলের সময় ভাল গুন গুলো মনে করুন দেখবেন ব্যাপার সব হালকা হয়ে যাবে।
স্ত্রীর চরিত্র ঠিক থাকলে , ফরয ওয়াজিব মেনে চললে তার ব্যাপারে সহজ হোন।
০৩ঃ স্ত্রীর ঈর্ষা কে সম্মান করুনঃ
 আমাদের মা বোন রা কিছুটা ঈর্ষা কাতর। আর স্বামীর ব্যাপারে তো কথায় নেই!!! তার এই ঈর্ষা কে খারাপ ভাবে না নিয়ে সম্মান দিন।
০৪ঃ পর্দা ঃ
স্ত্রীর জন্য পর্দা করা যেমন ফরয তেমন ভাই আপনার জন্যও পর্দা করা ফরয। তাই স্ত্রীকে পর্দার মধ্যে রেখে নিজের দৃষ্টিকেও পর্দার মাঝে রাখুন। পর নারির সাথে হাসি তামাশা থেকে দূরে থাকুন।
০৫ঃ সংসারের কাজে সাহায্য করুনঃ
সংসার শুধু স্ত্রীর না। সংসার আপনার ও, তাই সুযোগ সময় থাকলে তার কাজে হেল্প করুন। বিশ্বাস করুন ভালবাসা বেড়ে যাবে কয়েক গুন।
স্ত্রী আপনার সন্তান সামলায়, ঘর সামলায় আবার আপনার মন ও শরীরের চাহিদা সামলায়।
আপনারও দায়িত্ব তাকে সাহায্য করা। এই সাহায্য তার কাজ কমাবে না কিন্তু তার মনে ভালবাসা তৈরি করবে। আপনি যে তাকে ভালবাসেন, তাকে নিয়ে চিন্তা করেন এটা সে বুঝতে পারবে ফলে তার মনে আপনার জন্য আলাদা ভালবাসা, সম্মান তৈরি হবে।
০৬ঃ তুলনা পরিহার করুন।
আচ্ছা আপনাকে কেউ কার সাথে তুলনা করে ছোট করলে কেমন লাগবে? এটা তো স্বাভাবিক যে কেউ ই এটা পছন্দ করে না। আর মেয়েরা অন্য মেয়ের সাথে তুলনা এমনিতেই পছন্দ করে না। তাই আরেকজনের বউ বা অন্য কার সাথে তার তুলনা করে তাকে ছোট করবেন না